• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

নোমান-রাকিব হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২ আসামি


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৩, ০২:২৭ পিএম
নোমান-রাকিব হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২ আসামি

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

গ্রেপ্তাররা হলেন মো. রাকিব হাসান প্রকাশ স্যুটার রাকিব (৩০) ও মো. লিটন প্রকাশ চাঁন মিয়া (৪৩)।

মো. মাহফুজ্জামান আশরাফ জানান, লিটন ও রাকিবকে সিটিটিসি ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, ১১ মে রাত আড়াইটার দিকে বশিকপুরের বদিউজ্জামানের বাড়ির পাশে একটি খালের কচুরিপানার নিচ থেকে একটি রিভলভার ও একটি দেশীয় তৈরি পাইপগান জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় আরও একটি মামলা করে পুলিশ। এদিকে এ ঘটনায় মামলার প্রধান আসামি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও অস্ত্রধারী বাহিনীর প্রধান আবুল কাশেম জিহাদীকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার পোদ্দার বাজার এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবকে গুলি করে হত্যা করা হয়। পরদিন রাতে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

Link copied!