• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ফরিদপুরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু, নতুন রোগী ২০১


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ১২:২৬ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু, নতুন রোগী ২০১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২৮ জন।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ২০১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬১ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার মতি মোল্লা (৫৫) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মুন্নাফ (৭০)।

রোববার (১২ নভেম্বর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮৯২ জন। এর মধ্যে ২২ হাজার ৩০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!