• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ঘরে ঝুলছিল বাবা-মায়ের মরদেহ, পাশেই কাঁদছিল ৬ মাসের শিশু


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০৭:৩৭ পিএম
ঘরে ঝুলছিল বাবা-মায়ের মরদেহ, পাশেই কাঁদছিল ৬ মাসের শিশু
বেনাপোল পোর্ট থানা। ফাইল ফটো

যশোরের বেনাপোলে একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে পোর্ট থানার বাহাদুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- ইয়ামিন (২৮) ও তার স্ত্রী তনু (২৪)। তারা বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে ওই দম্পতি বাসাটি ভাড়া নেন। আগে তারা যশোরে পুলেরহাটে থাকতেন। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। ঋণের কারণে তিনি নিজের বাড়ির জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এ দম্পতির ছয় মাসের একটি সন্তান রয়েছে। ভোরে প্রতিবেশীরা বাচ্চার কান্নার শব্দে ঘরের ভেতর জানালার ফাঁক দিয়ে এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। খবর দিলে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!