• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ভারত যাওয়ার সময় সীমান্তে রোহিঙ্গা নারী আটক


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৩:০৩ পিএম
ভারত যাওয়ার সময় সীমান্তে রোহিঙ্গা নারী আটক
আটক রোহিঙ্গা নারী। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিন বিঘা করিডোর সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে দুপুরে ওই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফেরদৌস ওয়াহিদ রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গা নারী মোছা. রমিদা (২৩) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প বালু খালির রহমতুল্লাহ মারি ক্যাম্প নং- ১৬, ব্লক- সি/১২ -এর মৃত সৈয়দ কবিরের মেয়ে।

পুলিশ জানায়, উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী করিডোর সীমান্তের মেইন পিলার নং-৮১২ থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে পাটগ্রাম থানা হেফাজতে নেওয়া হয়। এ সময় শিশু ডেস্কে নারী এএসআই দীপিকা দাসের সহায়তায় তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক নারীকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

Link copied!