• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

সুনামগঞ্জে নদ-নদীতে পানি বৃদ্ধি


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৪, ২০২৩, ০৬:৩২ পিএম
সুনামগঞ্জে নদ-নদীতে পানি বৃদ্ধি

ভারতে ভারী বর্ষণের কারণে সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের সবকটি নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১৪ জুন) সরেজমিনে দেখা যায়, সুরমা নদীর পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার যাদুকাটা, সুরমা, চলতি, চেলাসহ সবকটি নদীতে ঢলের পানি প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার হাওরগুলোতে প্রবেশ করছে পাহাড়ি ঢলের পানি। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ভারতের চেরাপুঞ্জিতে ২০০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুই থেকে তিনদিন ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

এদিকে পাহাড়ি ঢলের পানি বৃদ্ধির কারণে সৃষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হলেই আমাদের এখানে পানির চাপ বাড়ে। তাই পাহাড়ি ঢলের পানি নদী দিয়ে হাওরে প্রবেশ করছে।”

Link copied!