• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০২:৪৮ পিএম
ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের

টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন আফজাল হোসেন ও আমির হোসেন। তারা দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলার চকদফরপুর গ্রামের বাসিন্দা। নিহতরা সম্পর্কে আপন খালাতো ভাই।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে উপজেলার আউলিয়াবাদ বাজারে ঘর ভাড়া নিয়ে আশপাশের এলাকায় ধান কাটার কাজ করতেন আফজাল হোসেন ও আমির হোসেন। শনিবার ভোরে বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামের হযরত আলীর ধানক্ষেতে তারা ৬জন শ্রমিক ধান কাটছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। ধানক্ষেত থেকে দৌঁড়ে বাড়ির দিকে যাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আফজাল ও আমীরের মৃত্যু হয়।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর ক্ষেতে ধান কাটতে যান। এসময় গুড়িগুড়ি বৃষ্টি সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) রাজীব জানান, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!