• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪, ০৫:৩১ পিএম
মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
ছবি : প্রতীকী

সিলেটের ওসমানীনগর উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় শফিউল হাসান (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওসমানীনগরের তেরমাইল এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শফিউল হাসান ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি সাময়িক বরখাস্ত হওয়ায় সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের ভালকি গ্রামে বসবাস করছিলেন। তার বাবার নাম নজরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, শফিউল হাসান সিলেট থেকে মোটরসাইকেলে করে ওসমানীনগরের গোয়ালাবাজের যাচ্ছিলেন। পথে ওসমানীনগরের তেরমাইল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ওসমানীনগর থানা-পুলিশ ও তামাবিল হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ বলেন, মাইক্রোবাসটি ঢাকার উত্তরা থেকে সিলেটে যাত্রী নিয়ে বেড়াতে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাইক্রোবাসের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। ঘটনাস্থলে গিয়ে যাত্রীদেরও পাওয়া যায়নি। মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!