• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৮:২৪ পিএম
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

রাজশাহীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আজহার আলীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ মে) রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আজহার আলী (৫৫) রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আখতারুল আলম বাবু বলেন, “আজহার আলী প্রায়ই তার স্ত্রী দেলোয়ারা বিবিকে নির্যাতন ও মারধর করতেন। তার স্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে তিন-চারবার চিকিৎসাও নিয়েছেন। ২০২০ সালের ১৩ এপ্রিল কথা কাটাকাটির জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন আজহার আলী। এ ঘটনায় নিহতের ভাই আক্তার আলী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেন। আজহার আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।” 

Link copied!