নরসিংদীর মনোহরদীতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) রাত সাড়ে ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবুল কালাম উপজেলা চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিন মেয়ে সন্তানের বাবা আবুল কালাম পেশায় স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত আবুল কালামের বাবা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদ উল্লাহর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার (১৬ মে) দুপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় আউয়াল (৬৫), আউয়ালের বড় ছেলে আবু বাক্কার (৪০) মেজো ছেলে আবুল কালাম (৩২) এবং আওয়ালের পুত্রবধূ হাবিবাসহ (২৮) পাঁচজন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মাঝে হাফেজ আবুল কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মনোহরদী থানার উপপরিদর্শক (এস আই) মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার দিনই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। শহিদুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।