• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ফরিদপুরে বজ্রপাতে তুলার গোডাউনে আগুন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ১২:৫৫ পিএম
ফরিদপুরে বজ্রপাতে তুলার গোডাউনে আগুন
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গোডাউন পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

এর আগে রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত পড়ে ওই এলাকায়। 

এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছে ওপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছের অংশ বিশেষ গোডাউনের ওপর পড়লে আগুন ছড়িয়ে পড়ে তুলার গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।

এ ব্যাপারে কানাইপুর বাজারের ব্যবসায়ী দিপংকর ঘোষ জানান, ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছের ওপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছেরই অংশ বিশেষ গোডাউনের চালের ওপর পড়লে গোডাউনে আগুন ধরে যায়। 

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এখানে এসে জানতে পারলাম বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।”

Link copied!