• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কোনো ষড়যন্ত্রকেই ভয় পাই না : প্রধানমন্ত্রী


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০১:১২ পিএম
কোনো ষড়যন্ত্রকেই ভয় পাই না : প্রধানমন্ত্রী
ফাইল ছবি

জাতীয় ও আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রকেই ভয় পান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “ওপরে আল্লাহ, নিচে জনগণ ও দলের লোক। দেশের মানুষের ওপরই পূর্ণ আস্থা আছে।”

বুধবার (১১ অক্টোবর) টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতার আদর্শে মানুষের উন্নত জীবন উপহার দিতে কাজ করছে সরকার। গেল ১৪ বছরে গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করেছে আওয়ামী লীগ। জাতীয় ও আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রকেই ভয় পাই না। এগুলো সব সময়ই থাকে, থাকবে।”

শেখ হাসিনা আরও বলেন, “গ্রেনেড-গুলি-বোমা সব পেরিয়ে এই পর্যন্ত এসেছি। আমি বিশ্বাস করি, আল্লাহ একটা মানুষকে চান্স দেন। যতক্ষণ তার সেই কাজ শেষ না হয়, ততক্ষণ আল্লাহই রক্ষা করেন।”

প্রধানমন্ত্রী বলেন, “সব এমপি নিজের এলাকায় যান। কিন্তু আমাকে দেখতে হয় পুরো ৩০০ আসন। তবে মজার বিষয় হলো, টুঙ্গিপাড়াবাসীই আমাকে দেখে রাখেন।”

Link copied!