টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভাসানী হলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় টাঙ্গাইল সদর উপজেলার কালিপুর গ্রামের মৃত নগা কর্মকারের ছেলে উদয় কর্মকারকে (৩৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকি তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এরা হলেন- সদর উপজেলার বেড়াডোমা গ্রামের মৃত পরেশ মেহতার ছেলে রবিদাস মেহতা (৪৬), একই উপজেলার বীরপুষিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে হোসেন মিয়া (২৯) এবং বেলটিয়াবাড়ী গ্রামের আবু সাঈদের ছেলে ফজলু (৪২)।
ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসে বলে খবর পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় চারজন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা পুলিশ সহযোগিতা করে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



































