• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

নোয়াখালীতে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪, ০৮:৩৬ পিএম
নোয়াখালীতে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড
ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জের ল্যাবএইড হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টার থেকে হাবিবুর রহমান নামের নিউরো মেডিসিনের সহকারী অধ্যাপক পরিচয় দেওয়া এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আলীপুর এলাকার চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের পাশে অবস্থিত ল্যাবএইড হাসপাতাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।

হাবিবুর রহমান রাজবাজী জেলার বালিয়াকান্দি থানার বাওনারা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

র‌্যাব -১১ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ঢাকার সহকারী অধ্যাপক ও নিউরো মেডিসেনের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের ল্যাব এইড ডায়াগনস্টিকে রোগী দেখে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এমন খবরের ভিত্তিতে র‌্যাব এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আসিফ আল জিনাত অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে আটক করে অভিযোগের সত্যতা পাওয়ায় ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।     

Link copied!