• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রমজানে মিজানের এতিম-অসহায়দের ইফতার ও সেহরি বিতরণ


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ১১:৫৭ এএম
রমজানে মিজানের এতিম-অসহায়দের ইফতার ও সেহরি বিতরণ
রমজানে এতিম-অসহায়দের ইফতার ও সেহরি বিতরণ। ছবি : প্রতিনিধি

পুরো রমজান মাসব্যাপী এতিম ও অসহায়দের মধ্যে ইফতার ও সেহেরি বিতরণ করছেন যশোরের শার্শা উপজেলার মটর মেকানিক মিজানুর রহমান মিজান। প্রতিদিনই শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের সেহরি ও ইফতারের খাবার দেওয়া হয়। প্রথম রমজানে থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে পুরো মাসব্যাপী।

মিজানুর রহমানের পরিচালনায় হযরত শাহজালাল (রহ.) মডেল মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে দেখা যায়, সেখানে বিনামূল্যে ইফতারের আয়োজন করা হয়েছে। সব রোজাদারদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থান থেকে পথশিশু ও নিম্মআয়ের মানুষরা ইফতারের জন্য ভিড় করছে। ইফতার হিসেবে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ফল ও গোশত আর ভাত।  

এ বিষয়ে মিজানুর রহমান জানান, মানুষ মানুষের জন্য। মানবিক কাজের অংশ হিসাবে পবিত্র মাহে রমজানে অনেক রোজাদার অসহায় হওয়ার ফলে মান সম্মত খাবার খেতে পারে না। এমন চিন্তাধারনা থেকেই তিনি এই ব্যবস্থা নিয়েছেন।

Link copied!