• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৫৯


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ০৬:১০ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৫৯

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ৫৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০০ জন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম বাবু বালা (৪৫)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৬৩৮ জন। এর মধ্যে ২৪ হাজার ২২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!