• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুরে ১৯ যাত্রী নিহতের ঘটনায় বাসমালিকের বিরুদ্ধে মামলা


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৯:৫০ এএম
মাদারীপুরে ১৯ যাত্রী নিহতের ঘটনায় বাসমালিকের বিরুদ্ধে মামলা

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী খাদে পড়ে ১৯ জন নিহতের ঘটনায় মামলা করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ। হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত দাস রোববার রাত ২টার দিকে মামলাটি করেন। এতে আসামি করা হয় বাসমালিককে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মোফাজ্জেল জানান, ইমাদ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেনকে আসামি করে মামলাটি করা হয়। বাসটিতে অতিরিক্ত যাত্রী পরিবহন, বেপরোয়া গতি ও এর ফিটনেসের বিষয়টি মামলায় উল্লেখ করা হয়।

ওসি আবু নাইম মোফাজ্জেল আরও জানান, দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হওয়ায় তাদের নামে মামলা করা হয়নি। সার্জেন্ট জয়ন্ত দাস মামলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে রোববার (১৯ মার্চ) সকালে খুলনা থেকে যাত্রী বোঝাই করে ইমাদ পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এটি পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় এলে সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। পরে হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়।

Link copied!