কক্সবাজারের চকরিয়ায় বাসে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার তাজমিয়া খোলা এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে আরাফাত হোসেন (২৮) এবং কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়া এলাকার মো. সেলিমের স্ত্রী মিনু আরা বেগম (৩৫)।
র্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট স্থাপন করে বাসে তল্লাশি করা হয়। এ সময় মারসা পরিবহনের একটি বাসের দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের ব্যাগে থাকা গাঁজার কথা স্বীকার করেন। পরে ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২৯টি প্যাকেট থেকে ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটকদের চকরিয়া থানায় হস্তান্তরের পর সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।


































