• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

১৮ কেজির তাইরা মাছ অর্ধলাখে বিক্রি


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ১২:২৮ পিএম
১৮ কেজির তাইরা মাছ অর্ধলাখে বিক্রি

বরগুনার পাথরঘাটার বিএফডিসি মার্কেটে ১৮ কেজি ওজনের একটি তাইরা মাছ অর্ধলাখ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে পাথরঘাটার বিএফডিসি মার্কেটে খোলা ডাকে এক লাখ আট হাজার টাকা মণ দরে বিক্রি হয় মাছটি।

মার্কেটর আড়তদার আ. ছালাম মিয়া ডাক তুললে সর্বোচ্চ ডাকে (পাইকার মাছ ব্যবসায়ী) হানিফ ১৮ কেজির মাছটি ৪৮ হাজার ৬০০ টাকায় কিনে নেন। মাছটি ঢাকায় বিক্রি করার জন্য প্যাকেটজাত করতেছে।

এ বিষয় পাথরঘাটা বিএফডিসি মার্কেটের (পাইকার মাছ ব্যবসায়ী) সাইফুল ইসলাম বলেন, বড় তাইরা মাছ খুবই কম পাওয়া যায়। মাছটি আড়তদার খরচসহ ৫০ হাজারের বেশি পড়বে। তাইরা মাছের ঢাকার বড় বড় হোটেল ও এয়ারপোর্টে চাহিদা রয়েছে।

সামুদ্রিক মাছটির নাম তাইরা হলেও কেউ এটিকে লাক্ষা মাছ বা তাইল্যা মাছ বলে। ইংরেজিতে মাছটিকে স্যালমন বলে। সুস্বাদু হওয়ায় এবং প্রচুর আয়োডিনসম্পন্ন মাছটির দামও অনেক বেশি হয়ে থাকে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মাছটি সচরাচর পাওয়া যায় না। এটি সামুদ্রিক মাছ। এই মাছটির ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রসহ বিদেশে চাহিদা রয়েছে বেশ। মাছটি সুস্বাদু এবং প্রচুর আয়োডিন সম্পন্ন হওয়ায় দামও অনেক বেশি। আমি মনে করি এই মাছটি আমাদের বরগুনার জেলেরা পেয়ে তাদের ভাগ্যের চাকা খুলে গেছে।

Link copied!