• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বর্তমান ও সাবেক জনপ্রতিনিধির সন্ত্রাসীদের সংঘর্ষে আহত ১২


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৯:১৭ পিএম
বর্তমান ও সাবেক জনপ্রতিনিধির সন্ত্রাসীদের সংঘর্ষে আহত ১২

যশোরের শার্শায় পূর্বশত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক জনপ্রতিনিধির সন্ত্রাসীদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে বহিলাপোতা গ্রামের জব্বার বাহিনী ও কামাল বাহিনীর সঙ্গে একই এলাকার মুজিবর ও তার ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর দুপুরে জব্বার ও কামাল বাহিনীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিতভাবে মুজিবুর রহমানের পরিবারের ওপর হামলা চালায়। এরপরই এলাকাবাসীর কাছে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনার সৃষ্টি। দুই পরিবারের আগে থেকেই বিভেদের কারণে রোববার (৪ ডিসেম্বর) স্থানীয় লেকজন ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বসার কথা ছিল। এর মধ্যে এই ঘটনা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, মারামারির বিষয়টি শুনেছি। এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Link copied!