সুনামগঞ্জের তাহিরপুরে পৃথক অভিযান চালিয়ে ২১জন পর্যটককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ জুলাই) বেলা ১১টা থেকে উপজেলার পর্যটন স্পটে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশের মতো জেলার তাহিরপুর উপজেলার পর্যটনস্পট টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট নীলাদ্রী লেক, বারেকটিলা ও শিমুল বাগানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু পর্যটকরা আইন অমান্য করে ইঞ্জিনের নৌকা নিয়ে ডাক ঢোল পিটিয়ে দল বেঁধে পর্যটন স্পটগুলোতে অবাদে বিচরণ করছেন।
একারণে আজ বেলা ১১টা থেকে উপজেলার পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর, আনোয়ারপুর রক্তি নদীর সেতু ও তাহিরপুরে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এরপর দিনব্যাপী অভিযান চালিয়ে ১৭জন পর্যটককে মোট ২৩ হাজার তিনশত টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে কিছু পর্যটককে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন বলেন, করোনা মোকাবিলায় সরকার খুব কঠোর অবস্থানে রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তিকে কোনো ছাড় দেওয়া হবে না। তাই সকলেই যার যার অবস্থান থেকে সচেতন হয়ে করোনা প্রতিরোধের জন্য সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































