ক্রিকেটের বদলা হকিতে নিল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির রাউন্ড রবিন লিগ পর্বে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে ভারত। মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়েছে ভারতীয় হকি দল। এই জয়ে ব্রোঞ্জ জিতেছে মনপ্রীত সিংরা।
ম্যাচের একেবারে শুরুতেই পেনাল্টি কর্নার পায় ভারত। পরপর তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হন হরমনপ্রীতরা। তবে চতুর্থ বার গোল করেন হরমনপ্রীত। শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় ভারত। তবে ১১ মিনিটের মাথায় সময়তায় ফেরে পাকিস্তান।
ম্যাচের ৩৩ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন ভারতের অধিনায়ক মনপ্রীত সিংহ। এই সময় পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল রানা। ২-১ ব্যবধানে লিড নেয় পাকিস্তান। ৪৫ মিনিটে গোল শোধ করেন সুমিত।
ভারতের তৃতীয় গোল আসে পেনাল্টি কর্নার থেকে। বরুণ কুমারের গোলে এগিয়ে যায় ভারত। আকাশদীপ সিংহের গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তারা। ৫৭ মিনিটের মাথায় গোল করেন তিনি। এরপর গোল পরিশোধ করেন পাকিস্তানের নাদিম। বাকি তিন মিনিটে আর গোল হয়নি। ব্রোঞ্জ নিয়েই মাঠ ছাড়েন মনপ্রীতরা।
মঙ্গলবার ৩-৫ ব্যবধানে জাপানের কাছে হেরে যায় ভারত। সেমিফাইনালে হেরে যাওয়ার ফলে পাকিস্তানের বিরুদ্ধে ব্রোঞ্জের লড়াইয়ে নামতে হয় তাদের। সেই পদক নিয়েই মাঠ ছাড়লেন মনপ্রীতরা।