• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

অনিশ্চয়তার মুখে ভারতের বাংলাদেশ সফর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ১০:৪২ এএম
অনিশ্চয়তার মুখে ভারতের বাংলাদেশ সফর
ছবি: সংগৃহীত

আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু নির্ধারিত সময়ে এই সিরিজ আয়োজন এখন অনিশ্চয়তার মুখে।

সোমবার (৩০ জুন) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা শেষে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিরিজটি আয়োজনে ভারতের সঙ্গে আলোচনা চলছে। তবে সময় না মিললে, সিরিজটি পিছিয়ে সম্ভাব্য পরবর্তী উইন্ডোতে আয়োজন করা হবে।

বিসিবি সভাপতি বলেন,‘আগস্ট-সেপ্টেম্বর সময়ে কীভাবে সিরিজটি আয়োজন করা যায়, সেটা নিয়ে ভারতের সঙ্গে কথা হচ্ছে।কোনোভাবে এবার না হলে পরবর্তী উইন্ডোতে সিরিজটি অনুষ্ঠিত হবে।’

চলতি বছরের এপ্রিলে সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। সেই সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ঢাকায় পা রাখার কথা রয়েছে রোহিত শর্মাদের। এরপর ১৭ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে এবং ২০ আগস্ট একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা ২৩ আগস্ট। 

এরপর ২৬ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা মিরপুরে, যথাক্রমে ২৮ ও ৩০ আগস্ট। এই সিরিজ হবে বাংলাদেশের মাটিতে ভারত-বাংলাদেশের মধ্যকার প্রথম পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শেষ করে ভারতীয় দল ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

তবে সব কিছুই এখন নির্ভর করছে দুই বোর্ডের আলোচনার ফলাফলের ওপর। বিসিবির তরফ থেকে আশাবাদী মনোভাব প্রকাশ করা হলেও, নির্ধারিত সময়ে সিরিজটি আয়োজন করা যাবে কি না, সেটি জানতে অপেক্ষা করতে হবে দুই দেশের বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত।

Link copied!