• ঢাকা
  • শনিবার, ২৮ জুন, ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২, ০৩ মুহররম ১৪৪৬

হারের পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা নাজমুলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ১২:১৩ পিএম
হারের পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা নাজমুলের
অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দনে নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন অধিনায়কত্ব ছাড়ার ছাড়ার ঘোষণা দিয়েছেন। কলম্বো টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান নাজমুল। বিসিবিকেও নিজের এই সিদ্ধান্ত তিনি জানিয়েছেন।

কলম্বো টেস্টে আজ চতুর্থ দিনে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারে বাংলাদেশ। এরপর সংবাদ সম্মেলনে এসে নিজের এই সিদ্ধান্তের কথা জানান নাজমুল।

২০২৪ সালে তিন সংস্করণেই অধিনায়কত্ব পান নাজমুল। এ বছরের শুরুতে টি–টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন তিনি। এই সংস্করণে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। শ্রীলঙ্কা সিরিজের আগে তাঁকে না জানিয়ে ওয়ানডে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। এরপরই থেকেই গুঞ্জন ছিল টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দিতে পারেন নাজমুল। কলম্বো টেস্টের আগে এ নিয়ে জানতে চাইলেও তখন কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এবার ম্যাচের পর টেস্টের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

এদিকে আজ কলম্বো টেস্টে ১১৫ রানে ৬ উইকেট নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। থারিন্দু রত্নায়েকের গতকালের অসমাপ্ত ওভারের দুই বল দিয়ে দিন শুরুর পর প্রবাথ জয়সুরিয়ার পরের ওভারের তৃতীয় বলেই ক্যাচ হন লিটন।

প্রবাথের বলটা ভেতরে পরে বাইরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে লিটনের ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় কুশল মেন্ডিসের হাতে। ১৪ রানে দিন শুরু করা লিটন আজ স্কোরবোর্ডে কোনো রান যোগ করার সুযোগ পাননি।

প্রবাথের পরের ওভারে বিদায় নেন নাঈম। এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন ৮ বলে ৫ রান নাঈম। ধারাবাহিকতা মেনে পরের ওভারে আবারও উইকেট পেয়েছেন প্রবাথ। এবার তাঁর শিকার হয়েছেন তাইজুল (৬)। তাইজুলের ক্যাচ নিজেই ধরেছেন বাঁহাতি এ স্পিনার।

পরের ওভারে এসে এবাদতকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে বাংলাদেশের ইনিংস ব্যবধানের হার নিশ্চিত করেন থারিন্দু।

শ্রীলঙ্কা সিরিজের আগে টেস্টে নতুন করে নাজমুলের অধিনায়কত্বের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছিল। কিন্তু দুই ম্যাচ পরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন। এর মধ্য দিয়ে আর কোনো সংস্করণেই অধিনায়ক রইলেন না নাজমুল। টেস্টে ১৪ ম্যাচে অধিনায়কত্ব করে ৪ জয়ের পাশাপাশি ৯ হার ও একটি ড্র করেছেন।

Link copied!