• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৯:০৮ এএম
যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি 
তেহরানের একটি মসজিদে আশুরা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনি

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আশুরা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন খামেনি। যদিও এর আগে গত বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নিজ বাসভবন ইমাম খোমেনি হুসেইনিয়াতে আয়োজিত মহররমের উচ্চপর্যায়ের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, তেহরানের একটি মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানাচ্ছেন খামেনি। গত ১৩ জুন ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই জনসমক্ষে দেখা যায়নি খামেনিকে। সে সময় খামেনিকে তিনটি ভিডিও বার্তায় দেখা গেলেও, তাঁকে নিয়ে গুজব ছড়ায় যে তিনি বাংকারে আত্মগোপনে রয়েছেন।

Link copied!