টাইগাররা বেশ ব্যস্ত সময় পার করছে। নিউজিল্যান্ড সফর শেষে ব্যস্ত হয়ে পড়েছে বিপিএলে। প্রিমিয়ার লিগের আসর শেষ হলেই আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ। আফগান অফস্পিনার মুজিব-উর-রহমান জানিয়েছেন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবকয়টি ম্যাচই তারা জিততে চায়।
বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে নির্ধারিত সময়ের আগেই আসবে আফগান দল। এ ব্যাপারে বিসিবির কাছ থেকে ইতিবাচক সাড়াও মিলেছে। তবে বিপিএলের কল্যাণে মুজিব আগেই আছেন বাংলাদেশে, খেলছেন পয়েন্ট টেবিলের শীর্ষ দল ফরচুন বরিশালের হয়ে। তাই আগেই কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন তিনি, বেড়েছে প্রত্যাশাও। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে খেলবেন ফর্মে থাকা এই বোলার।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ফরচুন বরিশাল নিয়ে কথা বলার ফাঁকে আসন্ন সিরিজ সম্পর্কেও কথা বলেন এই তারকা। তিনি বলেন, "আফগানিস্তান বা বাংলাদেশ দুই দলেরই তিন ওয়ানডে জয়ের প্রয়োজন। সুতরাং তিন ম্যাচই জয়ের লক্ষ্য থাকবে।"
আসন্ন সিরিজে চট্টগ্রামে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ঢাকায় তিনটি ওয়ানডে।