টোকিও অলিম্পিকের প্রথম সোনা চীনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৩:২৮ পিএম
টোকিও অলিম্পিকের প্রথম সোনা চীনের

২৩ জুলাই শুরু হওয়া টোকিও অলিম্পিকের প্রথম সোনা জিতেছে চীনের ইয়াং কিয়ান।  অলিম্পিকের রেকর্ড গড়ে পেয়েছেন প্রথম সোনার পদক জয়ের স্বাদ পেয়েছেন ২১ বছর বয়সী শুটার ইয়াং কিয়ান।

রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনাকে পেছনে ফেলে সোনা জিতেছেন ইয়াং কিয়ান। মেয়েদের ১০ মিটার শুটিং রেঞ্জে এয়ার রাইফেলে ২৫১.৮ স্কোর ছিল তার। 

সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন ব্রোঞ্জ জিতেছেন। 

কোয়ালিফিকেশন রাউন্ডে ইয়াং ষষ্ঠ এবং গালাশিনা অষ্টম হয়েছিলেন। বাছাইয়ে ৬৩২.৯ স্কোর গড়ে অলিম্পিকের রেকর্ড গড়ে চতুর্থ হয়েছেন নরওয়ের জেনেট হেগ। 

Link copied!