টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা অস্ট্রেলিয়া সরকার দ্বিতীয়বার বাতিল করেছে। এবার এই টেনিস তারকাকে অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হবে।
অস্ট্রেলিয়ান সরকার শুক্রবার তার ভিসা বাতিল করেছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় পুরুষদের টেনিস খেলোয়াড় জোকোভিচ করোনার টিকা গ্রহণ না করে অন্যদের ঝুঁকির মুখে ফেলবেন।
অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক সোমবার আগের একটি প্রত্যাহার বাতিল করে এবং তাকে আটক অবস্থা থেকে মুক্তি দেওয়ার পরে জোকোভিচের ভিসা আবার বাতিল করার জন্য নিজের ক্ষমতা ব্যবহার করেন।
অভিবাসনমন্ত্রী একটি বিবৃতিতে বলেন, “আজ মাইগ্রেশন অ্যাক্টের ধারা ১৩৩সি (৩) এর অধীনে আমার ক্ষমতা প্রয়োগ করছি। স্বাস্থ্য ও শৃঙ্খলা রক্ষার জন্য নোভাক জোকোভিচের ভিসা বাতিল করছি এবং এটি জনস্বার্থে করা হচ্ছে। সরকার অস্ট্রেলিয়ার সীমানা রক্ষার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে কোভিড-১৯ মহামারি সংক্রান্ত।”
অভিবাসন আইনের যে ধারায় মন্ত্রী ভিসা বাতিল করার জন্য তার ক্ষমতা ব্যবহার করলেন তাতে জোকোভিচ অস্ট্রেলিয়ার স্বার্থকে প্রভাবিত করে এমন বাধ্যতামূলক পরিস্থিতিতে ছাড়া তিন বছরের জন্য অস্ট্রেলিয়ায় আসার জন্য ভিসা পাবেন না।
তবে জোকোভিচের আইনজীবীরা ফেডারেল সার্কিট এবং পারিবারিক আদালতে ভিসা বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলে আশা করা হচ্ছে যেমনটি তারা প্রথমবার করেছিলেন।