• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ব্যবধান বাড়বে কার বাংলাদেশ না নেদারল্যান্ডসের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ১১:৫৫ এএম
ব্যবধান বাড়বে কার বাংলাদেশ না নেদারল্যান্ডসের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ দুপুরে মাঠে নামবে বাংলাদেশ। কলকাতায় টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচের আগে দুই দলের পয়েন্টও সমান। বাংলাদেশ নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের আট নম্বরে আছে তারা। আর ডাচদের অবস্থান তালিকার তলানিতে।

বিশ্বকাপে বাংলাদেশের যাত্রাটা শুরু হয়েছিল আফগানিস্তানকে হারিয়ে। এরপর হারতে হয়েছে টানা চার ম্যাচ। সেইম অবস্থা নেদারল্যান্ডসেরও। তবে, দলটি বিশ্বকাপে হারিয়েছে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে। সেখান থেকেই অনুপ্রেণা নিতে পারে ডাচরা।

ওয়ানডে ফরম্যাটেই এটি দু’দলের এটি তৃতীয় লড়াই। আগের দুই লড়াইয়ের মধ্যে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। আজ নেদারল্যান্ডসকে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। একই ভাবনা ডাচদেরও।

ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যান অনুযায়ী  সহ-অবস্থানে  থাকলেও, বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে একবারের দেখায় জয় আছে বাংলাদেশেরই। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারিয়েছিল টাইগাররা।

২০১০ সালে গ্লাসগোতে প্রথম দেখায় নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেট হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ।

ওয়ানডেতে বাংলাদেশ-নেদারল্যান্ডস হেড টু হেড পরিসংখ্যান :

২০-০৭-২০১০ : নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী, গ্লাসগো

১৪-০৩-২০১১ : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী, চট্টগ্রাম

Link copied!