• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

অস্ট্রেলিয়ায় ফের লড়াকু হার ওয়েস্ট ইন্ডিজের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৬:২৩ পিএম
অস্ট্রেলিয়ায় ফের লড়াকু হার ওয়েস্ট ইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজের এক ব্যাটারের বিরুদ্ধে রানআউটের ব্যর্থ আবেদন অস্ট্রেলিয়ার ফিল্ডারদের । ছবি: সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের মতো দ্বিতীয়টিতেও লড়াই করেই হারলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত সেঞ্চুরির সুবাদে স্বাগতিক অস্ট্রেলিয়া রোববার অ্যাডেলিডে ক্যারিবিয়ানদের ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। সেইসঙ্গে সিরিজও নিশ্চিত করলো অজিরা। 

অস্ট্রেলিয়ার ২০ ওভারে ৪ উইকেটে ২৪১ রানের জবাবে ২ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৭ রান করে। 

২৪২ রানের বিশাল টার্গেটে ব্যাটে নেমেও অধিনায়ক রোভম্যান পাওয়েলের বিধ্বংসী হাফ সেঞ্চুরি এবং আন্দ্রে রাসেল, জনসন চার্লস, জ্যাসন হোল্ডারের দ্রুতগতির রান ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনাও তৈরি করে। অবশ্য বিশাল টার্গেট অতিক্রম করা শেষ পর্যন্ত হয়ে উঠেনি। পাওয়েল মাত্র ৩৬ বলে ৬৩, রাসেল ১৬ বলে ৩৭, হোল্ডার ১৬ বলে অপরাজিত ২৮ চার্লস ১১ বলে ২৪ রান করেন। 

অজি বোলার মারকাস স্টনিস ৩টি এবং হ্যাজলউড ও জনসন ২টি করে উইকেট পান। 

এরআগে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ইনিংসে মাত্র ৫৫ বলে ১২০ রানের অপরাজিত সেঞ্চুরি করেন ম্যাচসেরা ম্যাক্সওয়েল। স্টনিস করেন ১৫ বলে ১৬ রান। টিম ডেভিড করেন ১৪ বলে ৩১ রান। এছাড়া ১৯ বলে ২২ করেন ওপেনার ডেভিড ওয়ার্নার আর অধিনায়ক মিচেল মার্শ খেলেন ১২ বলে ২৯ রানের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার ২টি উইকেট লাভ করেন। 

শুক্রবার হোবার্টে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১১ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।  ওই ম্যাচে অস্ট্রেলিয়ার ৭ উইকেটে ২১৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ৮ উইকেটে ২০২ রান। পার্থে মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। 
 

Link copied!