• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

টিকিটের গায়ে ইংল্যান্ডের বদলে যুক্তরাজ্যের পতাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ১০:৪৯ এএম
টিকিটের গায়ে ইংল্যান্ডের বদলে যুক্তরাজ্যের পতাকা

টিকিট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভুল নতুন নয়। এবার বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটে ইংল্যান্ডের পতাকার বদলে যুক্তরাজ্যের পতাকা দেখা গেল। তবে  বিষয়টিকে ভুল মানতে রাজি নয় বিসিবি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১ মার্চ) বেলা ১২টায় শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

মঙ্গলবার সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে বিক্রি শুরু হয় এই ম্যাচের টিকিট।

টিকিট কাটার পর দেখা যায়, টিকিটে বাংলাদেশের পতাকার পাশে যুক্তরাজ্যের পতাকা। স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের অলিম্পিক দলের জন্য যে পতাকা সেটাই দেখা যাচ্ছিল এই টিকিটের গায়ে। তবে ইংল্যান্ড ক্রিকেট দল সাদার ভেতর লাল যোগ (+) চিহ্ন সংবলিত পতাকা ব্যবহার করে।

বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানান, এটা ভুল নয়।

তিনি বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে। এটা আমরা দেখেছি। আসলে এটা তো কোনো ভুল নয়। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা যায়। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম তাহলে ভুল হিসেবে ধরা যেত। এটা সাধারণ ব্যাপার।” 
 

Link copied!