• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,
কাতার বিশ্বকাপ

মেক্সিকো ম্যাচে মেসিদের প্রতিপক্ষ শিবিরে দুই ‘আর্জেন্টাইন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০১:৫৫ এএম
মেক্সিকো ম্যাচে মেসিদের প্রতিপক্ষ শিবিরে দুই ‘আর্জেন্টাইন’

হারলেই বাদ, জিতলে শেষ ১৬ নিশ্চিতের পথে এগিয়ে যাবে, এমন সমীকরণ নিয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার পর দুই আর্জেন্টাইনের বিপক্ষেও লড়াই করতে হবে মেসি-ডি মারিয়াদের।

শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় মেক্সিকোর মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। মেক্সিকোর কোচ হিসেবে ডাগ আউটে থাকবেন জেরার্ডো মার্তিনো। এছাড়াও এই দলে আছেন ফরোয়ার্ড ফুনেস মোরি।

২০১৯ সালে মেক্সিকোর হেড কোচের দায়িত্ব নেন মার্তিনো। মোরি ২০২১ সাল থেকে খেলছেন মেক্সিকোর জার্সিতে। দুইজনই জন্মগত আর্জেন্টাইন। মার্তিনো এখনও আর্জেন্টিনার নাগরিক হলেও মেক্সিকোর নাগরিকত্ব নিয়েছেন মোরি।

আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার জার্সিতেই অভিষেক হয়েছিল মোরির। ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকো খেলার পর আর আলবিসেলেস্তাদের জার্সিতে খেলা হয়নি তার।

ক্লাব ফুটবলে ২০১৫ সাল থেকে মন্টেরির হয়ে খেলছেন মোরি। ২০১৯ সালে মেক্সিকোর নাগরিকত্ব নিয়ে দেশটির হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন। ফিফার পুরাতন নিয়মে অন্তত পাঁচ বছর অপেক্ষা করা লাগতো তার। তবে নিয়মে পরিবর্তন আসায় ২০২১ সালে মেক্সিকোর হয়ে খেলার সুযোগ পান।

এদিকে মার্তিনো ২০১৪-১৬ পর্যন্ত আর্জেন্টিনা শিবিরের কোচ। আর্জেন্টিনা ডেরা ছাড়ার পর মেজর লিগ সকার হয়ে মেক্সিকো দলের দায়িত্ব নেন। এখন আর্জেন্টিনা দলের বিপক্ষে নিজের রণ কৌশল সাজাবেন মার্তিনো। যেখানে তার প্রধান অস্ত্র ফুনেস মোরি।

Link copied!