• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

এক রানের ব্যবধানে ৩ উইকেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০৫:০৭ পিএম
এক রানের ব্যবধানে ৩ উইকেট

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে চট্টগ্রামে মাঠে নেমেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। তিন হ্যাটট্রিকের পরও বাংলাদেশের সংগ্রহ ২৪৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্ট দলীয় রান ফিফটি পার করান। দেখে-শুনে আগানো ইংলিশ শিবিরে প্রথম আঘাত করেন সাকিব আল হাসান। ৯ ওভারের শেষ বলে সল্ট রিয়াদকে ক্যাচ তুলে দেন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৫ রান।

পরের ওভারেই ডেভিড মালানকে বধ করেন ইবাদত হোসেন। এবারও রিয়াদের তালুবন্দী হয় বল। মালান ফিরে যান শূন্য রানে। পরের ওভারের প্রথম বলেই আবার সাকিবের শিকার হন জেসন। তার ব্যক্তিগত রান ১৯।  মাত্র ১ রানের ব্যবধানে তিন উইকেট হারায় ইংল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ইংল্যান্ড ১২.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান নিয়ে ব্যাট করছে। ক্রিজে স্যাম কুরান ও জেমস ভিন্স।

Link copied!