• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

অপেক্ষা শেষ, বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো এলিটার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০৫:২৬ পিএম
অপেক্ষা শেষ, বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো এলিটার
ছবি: সংগৃহীত

 দুই বছর আগে এই মার্চ মাসেই বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিলেন এলিটা কিংসলে। এরপর কয়েক দফায় লাল-সবুজ জার্সি গায়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হলেও হয়নি শেষ পর্যন্ত। অবশেষে এলিটার অপেক্ষা শেষ হলো, প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে নেমেছেন মাঠে।

শনিবার (২৫ মার্চ) সেশেলসের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ৩৩ বছর বয়সী নাইজেরিয়ান বংশোদ্ভুত স্ট্রাইকারে এলিটাকে মাঠে নামান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবেরেরা।

আমিনুর রহমান সজীবের জায়গায় এদিন মাঠে নেমেছেন এলিটা। মাঠে নামার কিছুক্ষণের মধ্যে গোলের সুযোগও পেয়েছিলেন তিনি। তবে অভিষেক ম্যাচে গোল করার ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত  ১৯৯তম স্থানে থাকা সেশেলসের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গোল করেছেন তারিক কাজী, যেটা বাংলাদেশের জার্সিতে তার প্রথম গোল।

Link copied!