• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

তাসকিন-মোস্তাফিজের বোলিং নৈপুণ্যে চাপে জিম্বাবুয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ১১:৫৩ এএম
তাসকিন-মোস্তাফিজের বোলিং নৈপুণ্যে চাপে জিম্বাবুয়ে

ব্রিসবেনের গ্যাবায় রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টায় জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। নাজমুল হাসান শান্তর ফিফটিতে  নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করেছে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে  ইনিংসের ৪ রানেই ওয়েসলি মাধেভেরেকে নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের ১৭ রানে অধিনায়ক ক্রেইগ আরভিনকে নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন তাসকিন। মিল্টন শাম্বা ও শিন উইলিয়ামস জুটি ভয়ংকর হয়ে ওঠার আগেই মোস্তাফিজুর রহমানের বলে দলের অধিনায়ক সাকিব আল হাসান দুর্দান্ত ক্যাচ নিয়ে  শাম্বাকে বিদায় করেন।

দলের ৩৫ রানে জিম্বাবুয়ের অন্যতম ভরসা সিকান্দার রাজাকে রানের খাতা খুলতে না দিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠান কাটার মাস্টার। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে  রেজিস চাকাভাকে ১৭ বলে ১৫ রানে বিদায় করেন তাসকিন। এই পেসার ৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। পাঁচ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে বেশ বিপাকেই আছে। তবে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করছেন উইলিয়ামস, তাকে সঙ্গ দিচ্ছেন রায়ান বার্ল। উইলিয়ামস ২৩ বলে ৩০ রানে অপরাজিত আছেন।বার্ল ১০ বলে ১০ রানে ক্রিজে আছেন। 

 

Link copied!