• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

এবার সোহাগকে আজীবন নিষিদ্ধ করলো বাফুফে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৮:৪১ পিএম
এবার সোহাগকে আজীবন নিষিদ্ধ করলো বাফুফে
ছবি: সংগৃহীত

মাত্র দুই দিন আগে আর্থিক জালিয়াতির অভিযোগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এবার বাংলাদেশ ফুটবলেও তার বিদায়ঘণ্টা বেজে গেলো। আজীবনের জন্য সোহাগকে দেশীয় ফুটবল থেকে নিষিদ্ধ করেছে বাফুফে।  

ফিফা কর্তৃক সোহাগ নিষিদ্ধ হওয়ায় সোমবার (১৭ এপ্রিল) জরুরি সভায় বসেছিল বাফুফে। সভা শেষে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, “ফিফা তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের আজকের সভায় তাকে ফুটবলের সঙ্গে কখনো সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে।”

এদিকে ফিফার দুই বছরের নিষেধাজ্ঞার বিপরীতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিক করার কথা জানিয়েছিলেন আবু নাইম সোহাগ। আবেদনে শাস্তির মেয়াদ কমলে বা নির্দোষ প্রমানিত হতে নিজের পদে ফেরার সুযোগ ছিল সোহাগের। কিন্তু বাফুফের এই সিদ্ধান্তের ফলে সোহাগের সে রাস্তা বন্ধ হয়ে গেল।

সোহাগের জায়গায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার। তিনি এর আগে  বাফুফের চিফ প্রটোকল অফিসার ছিলেন। ৩ মাস থেকে সর্বোচ্চ ছয় মাস দায়িত্ব পালন করবেন তিনি। এই সময়ের মধ্যে স্থায়ী সাধারণ সম্পাদক নিয়োগ দেবে বাফুফে।

Link copied!