• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

সাকিবের ফিফটি, মুশফিকের সঙ্গে জুটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ১১:৩৬ এএম
সাকিবের ফিফটি, মুশফিকের সঙ্গে জুটি

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের ১২.৪ ওভারে মার্ক অ্যাডারের বল খেলতে গিয়ে বলের পজিশন ঠিকঠাক বুঝতে না পেরে খেসারত দিতে হয় সাবেক অধিনায়ককে। স্ট্যাম্প উড়িয়ে অ্যাডায়ার বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন ঘটান। মুমিনুল বিদায় হন ১৭ রানে।

মাত্র ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই পড়ে বাংলাদেশ। আগে থেকেই ক্রিজে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে এরপর এসে জুটি গড়েন অধিনায়ক সাকিব আল হাসান। 

এই জুটি আইরিশদের বোলিং আক্রমণের তোয়াক্কা না করে ব্যাট চালিয়ে যাচ্ছে। দলীয় রান শতরান পার করেছে সিনিয়র জুটি। এরইমধ্যে সাকিব তুলে নিয়েছেন তার ৩১তম টেস্ট ফিফটি। ৬১ বল খরচায় তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬৩* রান। ইনিংসে ১০টি চারের সাহায্যে তিনি এই রান করেন। মুশফিক অপরাজিত আছেন ৩৯* রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৪৫ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসান। 

 

Link copied!