• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

হেরে টেনিসকে বিদায় বললেন সানিয়া মির্জা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৫:০৫ পিএম
হেরে টেনিসকে বিদায় বললেন সানিয়া মির্জা

টেনিসের সবুজ কোর্টকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। দুবাই হতে যাচ্ছে তার র‍্যাকেট হাতে শেষ মাঠে নামা- এমনটাই ছিল ঘোষণা।

মঙ্গলবার আমেরিকান পার্টনার ম্যাডিসন কিসকে সঙ্গে নিয়ে মাঠে নামেন সানিয়া। সরাসরি সেটে হেরে ডব্লিউটিএ দুবাই ডিউটি ​​ফ্রি চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন গৌরবময় ক্যারিয়ারের অধিকারী সানিয়া।

ঠিক এক ঘণ্টার ম্যাচে ভার্নোকিয়া কুডারমেটোভা এবং লিউদমিলা স্যামসোনোভা-এর শক্তিশালী রাশিয়ান জুটির কাছে সানিয়া ও কিস ৪-৬, ০-৬ সেটে হেরে গেছেন। ২৫ বছর বয়সী ভার্নোকিয়া সিঙ্গেলসে ১১তম এবং ডাবলসে পাঁচ নম্বরে। অন্যদিকে, লিউদমিলা ডাবলসে বিশ্বের ১৩ নম্বরে।

৩৬ বছর বয়সী সানিয়া ২০০৩ সালে প্রো হয়েছিলেন। সুইস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের সঙ্গে তিনটি নারী ডাবলসসহ ছয়টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা নিয়ে প্রতিযোগিতামূলক টেনিস থেকে বিদায় নিয়েছেন।

টেনিস কোর্টকে বিদায় জানালেও ভারতীয় টেনিস আইকন সানিয়া নারী প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মেন্টর হিসেবে কাজ করবেন।

 

Link copied!