• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

‘রিশাদের ব্যাটিং মনোবল চাঙ্গা করবে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৪:২২ পিএম
‘রিশাদের ব্যাটিং মনোবল চাঙ্গা করবে’
অধিনায়ক শান্ত এবং রিশাদ। ছবি : সংগৃহীত

সফরকারী দল শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে পরের ম্যাচেই দারুণভাবে ফিরেছিল বাংলাদেশ। শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে নুয়ান তুসারা ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় টাইগারদের ব্যাটিং লাইনআপ। হ্যাটট্রিক উইকেট শিকার করা লঙ্কান বোলারকে প্রশংসা করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, খুবই ভালো ওভার ছিল ওটা। বোলারকে কৃতিত্ব দিতেই হবে। হ্যাঁ, ওই একটা ওভারে আমরা অনেক পিছিয়ে গেছি।

নুয়ান চার ওভারে ২০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। তার বোলিং তোপে ১৫ রানে চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৩৬ রানে ছয় উইকেট হারানো স্বাগতিকদের বিপর্যয় থেকে টেনে তোলেন বোলাররা। বিশেষ করে লেগস্পিনার রিশাদ হোসেন অপ্রত্যাশিত ভালো ব্যাটিং করেন। সাতটি ছয়ের মারে ৩০ বলে ৫৭ রান করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফ সেঞ্চুরি তার।

রিশাদের ব্যাটিং জাতীয় দলের খেলোয়াড়দের মনোবল চাঙ্গা করবে বলে মনে করেন শান্ত, ‘কন্ডিশন অনুযায়ী খুব ভালো বোলিং করেছে রিশাদ। তার ব্যাটিংটা দরকার ছিল। আমরা জেনুইন ছয়জন ব্যাটার নিয়ে খেলি। সঙ্গে অলরাউন্ডার থাকে। আমার মনে হয় যে রকম ব্যাটিং করেছে (রিশাদ), ভবিষ্যতে দলের কাজে দেবে।’

লঙ্কানদের কাছে সিরিজ হারলেও বিশ্বকাপের একটা প্রস্তুতি হয়ে গেছে বলে জানান, ‘এ ধরনের উইকেটে টি-টোয়েন্টি ম্যাচ হওয়া উচিত। বোলাররা অভিজ্ঞতা অর্জন করছে। ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয়। ব্যাটাররা ধারণা পেয়েছে কীভাবে ১৭০, ১৮০ বা ২০০ তাড়া করতে হয়। আমি মনে করি, বিশ্বকাপের দিক থেকে ভালো প্রস্তুতি হয়েছে।’
 

Link copied!