• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

টস হেরে ঢাকার বিপক্ষে ব্যাট করছে রংপুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪, ০৭:২৭ পিএম
টস হেরে ঢাকার বিপক্ষে ব্যাট করছে রংপুর
ছবি: প্রতীকী

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিপিএলে মুখোমুখি হয়েছে দুরন্ত ঢাকা আর রংপুর রাইডার্স। টস জিতেছেন ঢাকা অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব-সোহানদের রংপুরকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ব্যাটে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল রংপুর। কিন্তু দলীয় ২২ রানে ব্রান্ডং কিং আউট হলে রানের গতি কিছুটা থেমে যায়। কিং ১৩ বলে ২০ রান কওে তাসকিন আহমেদের শিকারে পরিনত হন। এর পর দলীয় ৪৭ রানের সময় রনি তালুকদার (৭ বলে ১১ রান) আউট হন আরাফাত সানির বলে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ২ উইকেটে ৮৩ রান কে ছে রংপুর। দলের পক্ষে বাবর আজম ৩০ এবং অধিনায়ক নুরুল হাসান সোহান ২০ রানে অপরাজিত রয়েছেন।     

দুই দলের মধ্যে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছে ঢাকা। দুই ম্যাচ খেলে তারা জয় পেয়েছে একটিতে, তিন ম্যাচে এক জয় রংপুরের। অবশ্য এই ম্যাচে জয় পাবে যারা, কিছুটা ভালো পজিশনে থাকবে তারাই

রংপুর একাদশ: রনি তালুকদার, ব্রন্ডন কিং, বাবর আজম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শামীম পাটোয়ারী, রিপন মÐল, হাসান মাহমুদ।

ঢাকা একাদশ: নাইম শেখ, সায়েম আইয়ুব, ইরফান শুক্কুর, দানুশকা গুনাথিলাকা, লাসিথ ক্রুসপুলে, আলেক্সান্ডার ইয়ান রস, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, আলাউদ্দিন বাবু।
 

Link copied!