• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

লজ্জার রেকর্ড কাতারের, শেষ ষোলোতে নেদারল্যান্ডস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ১১:০২ পিএম
লজ্জার রেকর্ড কাতারের, শেষ ষোলোতে নেদারল্যান্ডস
ছবিঃ গেটি ইমেজস

ঘরের মাঠে বিশ্বকাপ! অথচ কি দুর্বিষহ বিশ্বকাপ পার করলো কাতার ফুটবল দল। ইতিহাসে প্রথম স্বাগতিক দল হিসেবে গ্রুপ পর্বের তিন ম্যাচেই হারের লজ্জ্বার রেকর্ড গড়লো কাতার। নেদারল্যান্ডসের বিপক্ষে এবার কাতার হেরেছে ০-২ গোলের ব্যবধানে।

অন্যদিকে ২০১৮ বিশ্বকাপে বাছাইপর্ব উৎরাতে পারেনি নেদারল্যান্ডস। এবারে প্রত্যাবর্তনের বিশ্বকাপে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে কডি গ্যাকপো ও ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের গোলে স্বাগতিক কাতারকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো ডাচরা।  

 মঙ্গলবার (২৯ নভেম্বর) ম্যাচের শুরুতেই বিপদে পড়তে যাচ্ছিল নেদারল্যান্ডস। তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো কাতার। ডাচ ডিফেন্ডারের ভুলে গোলের সুযোগ পেলেও আরেক ডাচ ফুটবলার নোপার্ট এসে বিপদ দূর করেন।

পরের মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু ডিপাইয়ের দুর্দান্ত শট কাতারের রক্ষণে প্রতিহত হয়ে ফিরে আসে। এরপর থেকে কাতারের রক্ষণে আক্রমণের বন্যা বইয়ে দেয় নেদারল্যান্ডস।

ফল পেতেও খুব বেশী দেরী করতে হয়নি। ম্যাচের ২৬ত মিনিটে প্রথম গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ক্লাসেনের অ্যাসিস্টে বল পেয়ে লক্ষ্যভেদ করেন গ্যাকপো। চলতি বিশ্বকাপে এটা তার তৃতীয় গোল। গ্যাকপো এই গোলের মাধ্যমে চতুর্থ ডাচ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করলেন।  

এর পর প্রথমার্ধে আরও একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ডাচরা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরেই দ্বিতীয় গোলের দেখা পায় নেদারল্যান্ডস। দুর্দান্ত গোল করে ডাচদের লিড দ্বিগুন করেন ফ্যাঙ্কি ডি ইয়ং।

এরপর ম্যাচের ৬৮তম মিনিটে আবারও গোলের দেখা পেয়েছিল নেদারল্যান্ডস। তবে গোলের আগে গ্যাকপোর হ্যান্ডবল হওয়াতে ভিএআর দেখে সে গোল বাতিল করে দেন রেফারি।

এর পরই দুই দলই যেন একটু ঝিমিয়ে পড়ে! তবে শেষ দিকে নেদারল্যান্ডস বেশ কয়েকটি আক্রমণ করেছিল কিন্তু আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে ডাচরা। 

Link copied!