• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সাফ চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৭:০৫ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত

ভারত-পাকিস্তানের ক্রিকেটের ক্ষেত্রে দ্বন্দ্ব চলমান। এই দ্বন্দের মধ্যেই পাকিস্তান ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে এসেছে ভারতে। তবে আসার আগেই বিদায় ঘন্টা বেজে গেছে তাদের। টানা দুই ম্যাচ হেরে পরের রাউন্ড খেলার স্বপ্ন শেষ তাদের।

ভারতের কাছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হেরে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল পাকিস্তানের। ভিসা জটিলতায় বেঙ্গালুরুতে পৌঁছার কয়েক ঘণ্টার মধ্যে মাঠে নেমে পড়তে হয়েছিল তাদের। যার প্রভাব পড়ে খেলাতেও। ক্লান্ত দল ভারতের সুনীল ছেত্রীর হ্যাটট্রিকের কাছেই একপ্রকার হেরে বসে।

তবে পাকিস্তান হেরেছে কুয়েতের কাছেও। এবারও ৪-০ গোলের একই ব্যবধান। দুই ম্যাচে ৮ গোল খেয়ে সাফের গ্রুপ পর্ব থেকেই বিদায় প্রায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের।

কুয়েতের বিপক্ষেও পারফরম্যান্সের উন্নতি হয়নি দলটির। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজ শনিবার (২৪ জুন) মাঠে নামে কুয়েত ও পাকিস্তান। ম্যাচের ১০ মিনিটেই মিডফিল্ডার হাসান আল এনেজির গোলে এগিয়ে যায় কুয়েত। ১৭ মিনিটে কুয়েতের হয়ে দ্বিতীয় গোল করেন ফরোয়ার্ড মোবারক আল ফানেহি। বিরতিতে যাওয়ার আগে আগে মোবারক দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। উল্টো ম্যাচের ৬৯ মিনিটে ঈদ আল রাশেদির গোলে বড় হার নিশ্চিত হয় পাকিস্তানের।

Link copied!