• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

পাকিস্তানের পুরো দশ উইকেটের জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪, ০৮:২৫ পিএম
পাকিস্তানের পুরো দশ উইকেটের জয়
ছবি: প্রতীকী

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটের সহজ জয় পেয়েছে পাকিস্তান দল। শনিবার  ইস্ট লন্ডনে কিউইদের ১৪০ রানে অলআউট করে বিনা উইকেটেই ১৪৪ রান তুলে ফেলে পাকিস্তানীরা। 

এই জয়ে ‘ডি’ গ্রুপে শীর্ষন্থান লাভ করলো পাকিস্তান। তাদের সংগ্রহ ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট। আর ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। 

দিনের অপর দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে স্কটল্যান্ডকে এবং জিম্বাবুয়ে ৮ উইকেটে নামিবিয়াকে পরাজিত করে। 

১৪১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে বেশ সহজেই পাকিস্তানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ওপেনার শামল হুসেন ও শাহজাইব খান। নিউজিল্যান্ড দল ৭জন বোলারকে ব্যবহার করেও উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি। শাহজাইব ৮৬ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮০ এবং শামল ৬৬ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন অপরাজিত থাকেন। 

এরআগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ৬ রানের সময় লুক ওয়াটসন (০) আউট হন। ৫৬ রানের মধ্যে ৪টি উইকেট হারানোর পর কিছুটা লড়াইয়ে ফেরে দল টেওয়াটিয়া ও স্টাকপলের ব্যাটিংয়ে। টেওয়াটিয়া ২৯ এবং স্টাকপল ৪২ রান করেন। বাকিদের মধ্যে টম জোন্স ১৪ ও অস্কার জ্যাকসন ১২ রান করেন। এছাড়া আর কেউই ডাবল ফিগারে পৌঁছতে পারেননি। 

পাকিস্তানের উবাইদ শাহ ও আরাফাত মিনহাস ৩টি করে উইকেট পান। আর নাভিদ আহমেদ ২টি উইকেট শিকার করেন।

ম্যাচসেরা হন পাকিস্তানের শাহবাইজ খান।    
 

Link copied!