• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

বাংলাদেশের উন্নতিতে পাকিস্তান, অস্ট্রেলিয়ার অবনতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ১০:০৫ এএম
বাংলাদেশের উন্নতিতে পাকিস্তান, অস্ট্রেলিয়ার অবনতি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নেমেছিল বাংলাদেশ। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৪৬ তাড়া করতে নামা ইংলিশরা ৪৩.১ ওভারে ১৯৬ রানেই গুটিয়ে যায়। তিন ম্যাচ সিরিজ ইংল্যান্ড ২-১ ব্যবধানে জিতলেও শেষটা রাঙিয়ে দিয়েছে বাংলাদেশ।

সিরিজ হেরে শেষ ম্যাচ সান্ত্বনার জয় হলেও বাংলাদেশের প্রাপ্তিও আছে এই ম্যাচ থেকে। ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে দুই ধাপ লাফ দিয়েছে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে সুপার লিগ চালু হওয়ার পর প্রত্যেক জয়ে ১০ পয়েন্ট ধরা হয়।

আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল ছয় নম্বরে। ইংলিশদের হারিয়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে টপকে চারে উঠে এসেছে টাইগাররা। বাংলাদেশ ২১ ম্যাচে ১৩ জয় ও ৮ হারে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে।

বাংলাদেশ ও পাকিস্তানের সমান পয়েন্ট। তবে রানরেটে পিছিয়ে থাকার কারণে বাবর আজমরা নেমে গেছে ৫ নম্বরে। অন্যদিকে, ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে অস্ট্রেলিয়া।

ওয়ানডে সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড, তাদের পয়েন্ট ১৫৫। ১৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিউজিল্যান্ড। কিউইদের থেকে বেশ দূরে ১৩৯ পয়েন্ট নিয়ে তিনে ভারত। প্রতিবেশি শক্তিশালী দেশটির পরই বাংলাদেশের অবস্থান।

Link copied!