• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপেই অভিষেক ম্যাচ খেলছেন নোপার্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ১০:০১ পিএম
বিশ্বকাপেই অভিষেক ম্যাচ খেলছেন নোপার্ট

২৮ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে অভিষেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ডাচ গোলরক্ষক অ্যান্দ্রিয়েস নোপার্ট। কাতার বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে নেদারল্যান্ডসের গোলবার সামলাবেন। দ্বিতীয় ডাচ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে প্রথম জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

সোমবার (২১ নভেম্বর) কাতারের আল থুমামা স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। দীর্ঘ আট বছর ও এক আসর বিরতি দিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমেছে ইউরোপের দেশটি। এই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হবে নোপার্টের।

চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম জাতীয় দলে ডাক পান নোপার্ট। সেবার অভিষেক না হলেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। কাতারেই জাতীয় দলের জার্সিতে প্রথম খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

২০১৩ সালে পেশাদার ফুটবল খেলা শুরু করলেও কোনো ক্লাবেরই নিয়মিত একাদশের সদস্য ছিলেন না নোপার্ট। ২০২২-২৩ মৌসুমে হেরেনভেনের শুরুর একাদশে নিয়মিত জায়গা পাওয়া শুরু করেন। এরপরেই তার ডাক আসে জাতীয় দলে।

বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলা নোপার্ট ডাচদের ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পাবেন বিশ্ব মঞ্চে। এর আগে ১৯৭৮ সালে ডিক শোয়েনকার ডাচদের হয়ে নিজের আন্তর্জাতিক অভিষেক ম্যাচ খেলেছিলেন বিশ্বকাপে।

Link copied!