• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

জুলাইয়ে হচ্ছে না বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৪:২৭ পিএম
জুলাইয়ে হচ্ছে না বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
ছবি: প্রতীকী

দুই দেশের সমঝোতার ভিত্তিতে পিছিয়ে গেছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ক্রিকেট সিরিজের সূচি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের পর ২০২৪ সালের ব্যস্ততায় ঠাঁসা সূচি থেকে আরও একটি সিরিজ বাদ দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। 

বোর্ডের অপারেশন্স চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক পেস তারকা জালাল ইউনুস শনিবার ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ ক্রিকেটের ২০২৪ সালের এফটিপি অনুযায়ী বিশ্বকাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল। দুই টেস্টের সঙ্গে এই সিরিজে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। জুলাই মাসের এই সিরিজটি আপাতত সমঝোতার ভিত্তিতে স্থগিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

জালাল ইউনুস ক্রিকবাজকে জানান, ‘দুই বোর্ডের সমঝোতার ভিত্তিতে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ পরবর্তীতে যেকোনো সময়ে অনুষ্ঠিত হবে।’ 

যদিও সেটা ঠিক কবে নাগাদ হবে, তা নিয়েও  কোনোপ্রকার আভাস দেয়া হয়নি। অবশ্য ২০২৪ সালের ব্যস্ততার মাঝে অন্য কোনো ফাঁকা সময় বের করাও কষ্টসাধ্য বাংলাদেশের জন্য। 

২০২৪ সালে বাংলাদেশের মোট ১২টি টেস্ট খেলার কথা ছিল। জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হওয়ার কারণে আপাতত সংখ্যাটি নেমে এসেছে আটে।  
 

Link copied!