• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র ম্যাচের আগে ডাচ শিবিরে ফ্লুর হানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ১২:৫৭ এএম
যুক্তরাষ্ট্র ম্যাচের আগে ডাচ শিবিরে ফ্লুর হানা

গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছিল নেদারল্যান্ডস। শেষ ষোলোতে শনিবার (৩ নভেম্বর) ডাচদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। এই ম্যাচের আগে ডাচ শিবিরে হানা দিয়েছে ফ্লু সমস্যা। বিষয়টি নিশ্চিত করেছেন কোচ লুইস ভন হাল।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলে ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন কোচ। তিনি বলেন, “আমরা এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। তবে পুরো গ্রুপের একসঙ্গে হলে বিষয়টি অবশ্যই দুশ্চিন্তার।”

দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর, ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও মার্টিন ডি রুনসহ আরও কয়েকজন ফুটবলার। তবে ঠিক কতজন ফুটবলার ফ্লুতে ভুগছেন তা নিশ্চিত করেনি তারা।

যুক্তরাষ্ট্র ম্যাচে একাদশ সাজাতে পর্যাপ্ত ফুটবলার পাওয়া যাবে কি-না সেই বিষয়েও প্রশ্ন ছিল ভন হালের কাছে। কোচ বলেন, “১৫ জন বা তার বেশি আক্রান্ত না। ফ্লুতে আক্রান্ত হলেও শারীরিকভাবে তারা পুরোপুরি ফিট আছে।”

ম্যাচের আগের দিন শুক্রবার (২ ডিসেম্বর) অনুশীলন করেনি নেদারল্যান্ডস। বিষয়টি টেকনিক্যাল বলেই ধারণা করা হচ্ছে। যদিও ফুটবলারদের শারীরিক বিষয় বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ।

তিনি বলেন, “আমি ছেলেদের একদিন বিশ্রাম দিয়েছি। সবার সঙ্গেই আমার যোগাযোগ হচ্ছে। আমি তাদের কথাও শুনছি।”

Link copied!