• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

প্রোটিয়াদের বিপক্ষে লড়াকু স্কোর দাঁড় করাল নেদারল্যান্ডস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৮:৪৬ পিএম
প্রোটিয়াদের বিপক্ষে লড়াকু স্কোর দাঁড় করাল নেদারল্যান্ডস
স্কট এডওয়ার্ডাস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জয় দিয়ে শুরু করে শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে তাদের সামনে প্রতিপক্ষ হয়ে আসে নেদারল্যান্ডস। যারা বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতেই হেরেছে। আজ (মঙ্গলবার) নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়া অধিনায়ক বাভুমা। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৪৩ ওভারে। তবে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৪৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ডাচরা।

ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের সামনে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। দলীয় ২২ রানের মাথায় প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর আরও ৬০ রান যোগ করতেই হারিয়ে বসে আরও চার উইকেট। ৮২ রানে পাঁচ উইকেট হারানো দলটির হয়ে একাই লড়াই চালিয়ে যান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডাস।

প্রোটিয়া বোলারদের চ্যালেঞ্জ উপেক্ষা করে দলকে টেনে তুলেছেন একাই। অন্যপ্রান্তে দলের অন্য ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে থাকলেও দলকে সম্মান যনক এক স্কোর এনে দেন তার হাফসেঞ্চুরি। তার অপরাজিত ৭৮ রানের কল্যাণে ৪৩ ওভারে ৮ উইকেট ২৪৫ রানে থামে নেদারল্যান্ডস।

শেষ দিকে ৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আরিয়ান দত্ত। এছাড়া ১৯ বলে ২৯ রান করেন রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে। ২৫ বলে ২০ রান করেন তেজা নিদামানুরু।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা ও মার্কো জানসেন।

Link copied!