• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশকে ১৭০ রানের টার্গেট নেপালের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪, ০৬:০৩ পিএম
বাংলাদেশকে ১৭০ রানের টার্গেট নেপালের
উইকেট পাওয়ার পর ইমনকে (বাঁয়ে) অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশের আরিফুল। ছবি: সংগৃহীত

নেপাল বেশ কয়েক ম্যাচে প্রতিপক্ষের কাছে হারলেও যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। এবার হারবে না জিতবে, সেটা পরের কথা। কিন্তু বাংলাদেশকে তারা কোনো ছাড়ই দেয়নি। বুধবার দারুণ ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকায় চলমান অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে বাংলাদেশকে ১৭০ রানের জয়ের টার্গেট নিয়েছে প্রায় নতুন ক্রিকেট দেশ নেপাল।

পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকা বাংলাদেশ দলের জন্য নেপালকে বড় ব্যবধানে হারানোই ছিল টার্গেট। কিন্তু নেপাল ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৯ রান করে। ফলে মাহফুজুর রহমান রাব্বিদের সহজ জয় পাওয়াটা একঅর্থে কঠিণই হয়ে গেল। 

এটা ঠিক, বাংলাদেশের রোহানাত দৌলা বর্ষণ ও শেখ পারভেজ জীবনের বোলিং তোপে খুব বড় ইনিংস গড়তে পারেনি নেপাল। 

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে নেপাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। 

দলের পক্ষে বিশাল বিক্রম ৪৮, অধিনায়ক দেব খানাল ৩৫, সুবাস ভান্ডারি অপরাজিত ১৮ ও অর্জুন কমল ১৪ রান করেন।  

বাংলাদেশ দলের বর্ষণ ১৯ রানে ৪টি এবং জীবন ৩৪ রানে ৩টি উইকেট লাভ করেন। এছাড়া, ইমন, মারুফ ও জিশান ১টি করে উইকেট পান।

 

Link copied!