• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী হতে হবে : জ্যোতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৪:২৯ পিএম
ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী হতে হবে : জ্যোতি
নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন পরিস্থিতি অন্যরকম থাকতেই পারে। কারণ, তারা বর্তমান সহ ছয়বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তাদের কাছে হোয়াইটওয়াশ হওয়াও মেনে নেওয়া যায়। কিন্তু বিশ্বকাপে একবার মাত্র ফাইনালে উঠে পরাজিত হওয়া ভারতকে তো এতোটা ভয় পাওয়ার কিছু ছিল না। অথচ, সেটাই দেখা গেল। ভা

রতের নারী দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বোলিংয়ে কিছুটা ভালো করলেও বাংলাদেশের ব্যাটিং ও ফিল্ডিং বিভাগই ছিল নড়বড়ে। ফলে ৪৪ রানের বড় হার দেখতে হয়েছে বাংলাদেশকে। দলের এমন ব্যর্থতার কথা স্বীকার করলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।

ভারত নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ রোববার সিলেটে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে বড় কোনো প্রতিদ্বন্দ্বিতেই গড়ে তুলতে পারেনি জ্যোতির দল। ব্যাটিং-বোলিং স্টাইল দেখে মনেই হয়নি এই বাংলাদেশ দল এরআগে তিনটি জয় পেয়েছে ভারতের বিপক্ষে। এছাড়া, ক্যাচ মিসের মাশুল গুনতে হয়েছে টাইগ্রেসদের।

ম্যাচে অধিনায়ক জ্যোতি ছাড়া বাকি সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। টাইগ্রেস অধিনায়ক পঞ্চাশ করেছেন। তাতে ভর করে অনেকটা ধুঁকে ধুঁকে ১০০ পেরিয়েছে বাংলাদেশ।

হারের কারণ হিসেবে ম্যাচ শেষে অধিনায়ক জ্যোতিও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ব্যাটিং ব্যর্থতাকে, ‘পাওয়ারপ্লেতে যেভাবে ব্যাটিং করেছি, তাতে কিছু হয়নি। ১৪০-এর বেশি তাড়া করতে গেলে পাওয়ারপ্লেতে রান দরকার। টপ অর্ডার রান পাচ্ছে না। আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। আমাদের ব্যাটিং বিভাগ বেশ ভালো, তবে ব্যাটাররা মনে হয় শতভাগ দিতে পারছে না।’

জ্যোতি বলছেন, ‘ ভারত যেভাবে শুরু করেছিল, ১৫০-এর বেশি হবে বলে মনে হচ্ছিল। যেভাবে আমাদের বোলাররা বিশেষ করে শেষ ৫ ওভারে বোলিং করেছে, আমার মনে হয়, দারুণ ছিল।’

ম্যাচে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ভারত। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০১ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৫১ রান করেছেন জ্যোতি।

Link copied!