• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,
কাতার বিশ্বকাপ

পোল্যান্ডের জয়ে মেক্সিকো ম্যাচের আগে চাপে মেসিরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ১০:৫০ পিএম
পোল্যান্ডের জয়ে মেক্সিকো ম্যাচের আগে চাপে মেসিরা

সৌদি আরবকে ২-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে পোল্যান্ড। এক ড্র ও জয়ে তাদের পয়েন্ট ৪। ম্যাচ হেরে দুই নম্বরে নেমে গেছে সৌদি আরব। টেবিলের শেষ দুই স্থানে থাকা মেক্সিকো ও আর্জেন্টিনার পয়েন্ট যথাক্রমে ১ ও ০। যদিও তারা খেলেছে একটি করে কম ম্যাচ। পোল্যান্ড শীর্ষে ওঠায় বেশ চাপ নিয়ে মেক্সিকোর বিপক্ষে খেলবে লিওনেল মেসি-ডি মারিয়ারা।

শনিবার (২৬ নভেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পোল্যান্ড ও সৌদি আরব। দুই দলের কাছেই ম্যাচটা যতটা গুরুত্বপূর্ণ ছিল, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার কাছে। মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামার আগে মেসিরা তাকিয়ে ছিল পোল্যান্ড-সৌদি আরব ম্যাচের দিকে।

এই ম্যাচে রবার্ট লেভানডভোস্কির পোল্যান্ডের জয় চাননি মেসিরা। কারণ, পোল্যান্ড জিতলেই চাপে পড়ে যাবে আর্জেন্টিনা। পোল্যান্ডের শেষ ১৬-তে উঠতে আলবিসেলেস্তাদের সামনে থাকা দুই ম্যাচই জিততে হবে। না হলে গ্রুপ পর্ব থেকেই বাজবে তাদের বিদায় ঘণ্টা।

এদিকে পোল্যান্ডের বিপক্ষে হারলেও সৌদি আরবের সামনে এখনও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে মেক্সিকোর বিপক্ষে তাদের চাই একটি জয়।

Link copied!